উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলকঃ 

এবার করোনা আক্রান্ত দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি 



 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ,২২ অক্টোবরঃ   করোনা আক্রান্ত হলেন দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি মাননীয় রঞ্জন সরকার মহাশয়। গতকাল রাতে শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।আজ তার করোনা পরীক্ষা করা হয় করোনা রিপোর্ট পজেটিভ আসে।তবে নার্সিংহোমে সুত্রে জানানো হয়েছে গতকাল থেকে আজ তিনি অনকটাই সুস্থ আছেন ।বর্তমানে তিনি মাটি গারার একটি বেসরকারি নার্সিং হোম এ ভর্তি আছেন।খবর টি প্রকাশ পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার সুস্থ তার কামনা করা হয়েছে।

মন্তব্যসমূহ