উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে নব্য বস্ত্র দিয়ে দুঃস্থদের মুখে হাঁসি ফোটালেন পর্যটন মন্ত্রী 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২১ অক্টোবরঃ দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়েছে ।  আজ শিলিগুড়িতে শান্তিনগরে একটি পূজোর অনুষ্ঠানের উদ্বোধন করলেনপর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি   ৫০জনের হাতে নতুন জামাকাপড় তুলে দেন। তিনি পরে জানালেন করোনা আবহে সবকিছুর অবস্থা খারাপ কেউ ঠিক জায়গাতে নেই।গরীব লোকেদের অবস্থা শোচনীয়। তাই পূজো কমিটির পক্ষ থেকে তাদের হাতে সাহায্য তুলে দেওয়া হল। যাতে তারা এই পূজোর কটাদিন খুশিতে থাকতে পারে।তাদের যতটা সম্ভব সাহায্য করা হল।আমি আমার পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করবো। জানালেন পর্যটনমন্ত্রী। এদিন পর্যটনমন্ত্রীর সাথে ছিলেন ওই ওয়ার্ডের তৃনমুল কর্মীরাও।

মন্তব্যসমূহ