উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 

খবর ঝলকঃ 

শিলিগুড়ি কলেজের জন্মদিনের উপহার সাইকেল স্ট্যান্ড ও কম্প্যুটার ল্যাব 



  কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৮ অক্টোবরঃ ১৯৫০ সালের ৮ অক্টোবর। বাংলাদেশ থেকে ভিটে মাতি ছেড়ে আসা মানুসদের ভিড় উত্তরবঙ্গে। বিশেষ করে শিলিগুড়িতে। তৎকালীন রাজ্য সরকার তাঁদের শিক্ষার সুযোগ করে দিতে সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠিত হল শিলিগুড়ি কলেজ। টাকা  নেওয়া হল আর আর স্কীম থেকে।    শিলিগুড়ি কলেজের জন্মদিনে পর্যটনমন্ত্রী।আজ সকালে পর্যটনমন্ত্রী শিলিগুড়ি কলেজের 71তম জন্মদিন পালন করলেন।নিয়ম মেনেই শিলিগুড়ি কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।উদ্বোধন করলেন ঠিক বেলা বারোটার সময়।সঙ্গে উদ্বোধন হল নতুন কম্পিউটার ঘর এবং সাইকেল ষ্ট্যান্ডেরও।জানালেন আগামীদিনে আরো কিছু অনুষ্ঠান করবার ইচ্ছা আছে,তবে অবশ্যই করোনা আবহ কিছুটা কেটে যাবার পর।তিনি আরো জানান এখানে যাতে গরীব ছাত্রছাত্রীরা পড়তে পারে তার ব্যাবস্থা তিনি করবেন।

মন্তব্যসমূহ