সাহিত্যের দিন প্রতিদিন

 

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                                      শাইকু



তপন বিরচিত


মনে কি পড়ে এক সন্ধেয় সরোবরে পাশাপাশি

একটিও কথা বলছি না কেউ অথচ বলছি অনেক

নৈঃশব্দ্যেও শুধু যেন শুনি, 'ভালোবাসি, ভালোবাসি'

আর সব কিছু অ্যান্টিক হয় শুধু প্রেম ব্যতিরেক।

( আলোকচিত্র  : মধুমিতা মল্লিক  , মিরিক )

মন্তব্যসমূহ