রাজ্যের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 

উত্তরপ্রদেশের ধর্ষিতা নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ , কুশ পুতুল দাহ কংগ্রেসের 



নিজস্ব সংবাদদাতা , ২ অক্টোবরঃ উত্তর প্রদেশের হাথরসের ঘটনায় দেশ জুড়ে উত্তাল আন্দোলনে। এই রাজ্যেও দক্ষিণ থেকে উত্তর সর্বত্র প্রতিবাদের নানা মানুষ , নানা দল। নিন্দায় মুখরিত আপামর রাজ্য বাসী।  উত্তর প্রদেশে মনীষা বাল্মীকির পরিবারের কাছে  গতকাল রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী যাওয়ার চেষ্টা করলে উত্তর প্রদেশ পুলিশ বাধা দেয় ও এরেস্ট করে তার প্রতিবাদে বেহালা ১৪ নম্বরে কংগ্রেস সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের কুশপুতুল দাহ করে।


উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কংগ্রেসের। আজ হাশমিচকে কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।এরপর মিছিলটি হিলকার্ট রোড পরিক্রমা করে হাশমিচকে শেষ হয়।সেখানে কিছুক্ষণের জন্য পথ অবরোধও করা হয়।এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ি বিধায়ক শংকর মালাকার।এদিন তিনি জানান, বিজেপিও একসময় বিরোধীতে ছিল।কিন্তু তাদের সঙ্গে কোনোদিন এমন ব্যবহার করা হয়নি।যোগী সরকার গতকাল রাহুল গান্ধীকে আটকে যেভাবে নিদর্শন দেখালেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না।এর প্রতিবাদে আজকে বাংলা জুড়ে প্রতিবাদে নামা হয়েছে।অন্যদিকে কৃষি বিলের বিরোধীতায়ও আজকের এই বিক্ষোভ।এদিন মিছিল ও পথ অবরোধ শেষে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেস নেতা কর্মীরা।

মন্তব্যসমূহ