সাহিত্যের দিন প্রতিদিন

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 

 



তপন উবাচ

যেইমাত্র রাতপাখি ওড়াউড়ি শেষে চায় ছুটি

অমনি এলেন তিনি বহু পথ মেলে দুই ডানা

যেই তিনি তাকালেন বেজে ওঠে অপেক্ষারত ভেঁপুটি

শোনামাত্র শুরু হয় পৃথিবীর ব্যস্ত কারখানা।

আলোকচিত্র  : সান্ত্বনা ঘরামী





মন্তব্যসমূহ