রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 

 

তপন উবাচ

যাচ্ছিলাম পথ দিয়ে, কী রোমাঞ্চে

দাঁড়িয়ে পড়েছি অকস্মাৎ

বাগানের এক কোণে ফুটে আছে

কয়েকটি বিরল পারিজাত

এ হেন ফুলের দৃশ্য ভালো করে দিল

এক বিষণ্ণ সকাল

মানুষের অনুভূতি তো এরকমই আবহমানকাল।

আলোকচিত্র : জ্যোতির্ময় দাশ , মেলবোর্ন, অস্ট্রেলিয়া

মন্তব্যসমূহ