সরোদের সুরে ২০২১ কে আহ্বান অর্ণবের

 

স্বাগত ২০২১


সরোদের মুর্ছনায় নতুন বছরকে স্বাগত 

জানালেন সরোদ শিল্পী অর্নব



 বিশেষ প্রতিনিধি , কলকাতা , ১ জানুয়ারিঃ  ২০২১ সাল'কে স্বাগতম জানিয়ে নতুন ইনস্ট্রুমেন্টাল মিউজিক " হ্যাপি নিউ ইয়ার" কম্পোজ করলেন বিশিষ্ট সরোদ শিল্পী ও কম্পোজার অর্ণব ভাট্টাচার্য। ভিজ্যুয়াল ধারনে ছিলেন জুবিন মিত্র। 



 অর্ণব মেধা-মনন'কে কাজে লাগিয়ে ইতিমধ্যে নতুন কাজের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে পরিচিতি ও সুনাম পেয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার , অর্ণব এবং তাঁর পিতা আমাদের , এই বেহালার দিন প্রতিদিন পরিবারের অন্যতম শুভ চিন্তক ও সদস্য। 


আমাদের আশা,  তার এই "হ্যাপি নিউ ইয়ার" ইনস্ট্রুমেন্টাল মিউজিক টি বেশ মন কাড়বে বলে মনে করি । ২০২১ সালে'কে বরণ করতে অর্ণবের এই অসাধারণ কাজ হয়তো নতুনভাবে ভাবতে শিখাবে।অণর্ব  বলেন, শিল্পকে বাচাতে অনুকরণ করে নয়, নতুন কিছু মৌলিক কাজ করে নিজেকে ও শিল্পীকে সমৃদ্ধি করতে করতে চাই। নতুন বছরে আরো নতুন কিছু আরো কাজ উপহার দিবেন বলে অর্ণব ইত্যিমধ্যে জানিয়েছেন ।



নিজের দেশ ও বাংলাদেশসহ আরো বিভিন্ন বিদেশি সনামধন্য মিউজিশিয়ান'দের সঙ্গে আরো নতুন নতুন সৃষ্টিতে মাতবেন আগামী বছরে আর নতুন নতুন কম্পোজ করবেন তিনি।



মন্তব্যসমূহ