সাহিত্যের দিন প্রতিদিন - তপন উবাচ

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতি আসছে ,  "তপন উবাচ"  , আবার ফিরবেন , আরো নতুন অনুভূতি নিয়ে , আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য ।

                                        পদ্যদিঘি



তপন উবাচ

রাত পূর্ণিমা ছিল, জ্যোৎস্নায় ভাসে নদীজল

নিঃসাড়ে চাঁদ নামে ডুব দিয়ে পরিতৃপ্ত হতে

জলের গভীরে চাঁদ সারা রাত খোঁজে কুলতল

চিরন্তন এই দৃশ্য ভাসমান থাকে কালস্রোতে।

আলোকচিত্র  : তণুশ্রী বসু সরকার

( বজবজে গঙ্গার ছবি )

(জুম করে দেখতে হবে)


অনেকেই বলছেন পদ্যদিঘি কেন ৮৩ তে শেষ হল! ১০০ পর্যন্ত হোক। তাই আবার।

মন্তব্যসমূহ