জাতীয় মহিলা কুস্তি জিততে যাচ্ছেন চার উত্তরবঙ্গের কন্যা

জাতীয় মহিলা কুস্তিতে চার  উত্তরবঙ্গ কন্যা  



কুশল দাশগুপ্ত , ২৮  জানুয়ারি , শিলিগুড়িঃ   জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গের ৪ কন্যা। প্রতিযোগীরা প্রত্যেকেই জলপাইগুড়ি জেলা রেসলিং অ্যাসোসিয়েশনের অধীনে গাজলডোবা এলাকায় প্রশিক্ষণ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা হলেন গজলডোবা হাইস্কুলের রিঙ্কু সইবো, মাথাভাঙ্গা মহাবিদ্যালয়ের অপর্ণা বর্মন, ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস হাইস্কুলের মমতা মাঝি ও তাঁর মাসতুতো বোন।২৩ তম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ২৯ জানুয়ারি দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন তারা।রাজ্য ভিত্তিক কুস্তি প্রতিযোগিতায় ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল,ফলে জাতীয় কুস্তি প্রতিযোগিতাতেও ফল ভালই হবে এমনটাই আশা তাদের।  

মন্তব্যসমূহ