আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । রবিবারের জন্য দু'টি অর্ঘ্য।
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । রবিবারের জন্য দু'টি অর্ঘ্য।
পদ্যদিঘি
প্রথমা
তপন উবাচ
কতটা উঁচুতে তিনি, পাখি ওড়ে, পার হয়ে যায়
অগণিত বায়ুস্তর ডানার আঁচড়ে মেঘ ফুঁড়ে
উঁচু, আরও উঁচু, আরও--ওড়ে চরম উচ্চাশায়
জানে না একটু পরেই মোহের আগুনে যাবে পুড়ে।
আলোকচিত্র : মানসী বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয়া
তপন উবাচ
কোথা থেকে উড়ে এসে হঠাৎ বাঁধল জুটি
ঠোঁটে ঠোঁটে কথা বলে ভাব করছে দুজন
মাঘের কুয়াশা মেখে অন্তরঙ্গ বসে দুটি
একান্তে খুঁজছে প্রথম প্রেমের শিহরন
নিরন্তর কথা বলে, কোনও দিকে নেই হুঁশ
প্রেমের ছলা কি জানে শুধুমাত্র মানুষ!
আলোকচিত্র : শুক্লা কর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন