কলকাতার পরেই দার্জিলিং জেলায় শুরু করোনা ভ্যাক্সিনের ড্রাই রান

 

উত্তরবঙ্গে শুরু হল করোনা ভ্যাকসিনের ড্রাই রান


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ  কলকাতার পর এবারে দার্জিলিং জেলায় শুরু হল করোনা ভ্যাকসিনের ড্রাই রান।শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং দার্জিলিং জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে।

 এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের দিয়েই ড্রাই রান শুরু হয়।মোট ২৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ ডঃ সংযুক্তা লিউ জানান, এই মুহুর্তে সাধারণ মানুষকে কোনও প্রতিষেধক দেওয়া হবে না।প্রথম দফায় প্রতিষেধক এলে, নিয়ম মেনে কিভাবে তা প্রয়োগ করা হবে।তারই মহড়া হচ্ছে দার্জিলিং জেলার তিনটি হাসপাতালে।

মন্তব্যসমূহ