জানুয়ারীতেই চালু হবে এন জে পি থেকে নিউ কোচবিহার ইলেক্ট্রিক ট্রেন পরিষেবা

 

চালু হতে চলেছে  নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার 

ইলেকট্রিক ট্রেন চলাচল , খতিয়ে দেখতে রেল আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি, ৪ জানুয়ারিঃ চলতি মাসের মধ্যেই শুরু হতে পারে নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার ইলেকট্রিক ট্রেন চলাচল।সোমবার জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের পরিকাঠামো খতিয়ে দেখলেন এনএফ রেলওয়ের কমিশনার অফ রেলওয়ে সেফটি(সিআরএস)লতিফ খান, আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম কে এস জৈন সহ রেলের অন্যান্য আধিকারিকরা।

 নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইলেট্রিক চালানোর জন্য ইলেকট্রিক লাইন বসানোর কাজ শুরু হয়েছিল।সম্প্রতি সেই লাইনের কাজ শেষ হয়েছে।

জানা গিয়েছে, আজ সকালে একটি বিশেষ ট্রেনে জলপাইগুড়ি রোড স্টেশনে আসেন আধিকারিকরা।এদিন জলপাইগুড়ি রোড স্টেশনের রেল গেট, ইলেকট্রিক লাইন সহ অন্যান্য সমস্ত বিষয় খতিয়ে দেখেন।

মন্তব্যসমূহ