পুড়ে গেল উত্তরবঙ্গে জি টি এ'র গেস্ট হাউস
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারিঃ জামুনিতে পুড়ে গেল জি টি এর গেস্ট হাউস। জি টি এ এর পর্যটন দপ্তরের তৈরি এই গেস্ট হাউস। গতকাল গভীর রাতে আগুন লাগে স্থানীয় এলাকার মানুষেরা ঘটনাটা দেখার পর সাথে সাথে দার্জিলিং থানা দমকল অফিসে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মূলত শর্ট সার্কিট এর জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই গেস্ট হাউস টি তৈরি হয় যখন বিমল গুরুং জি টি এর চিফ এক্সিকিউটিভ ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন