জাইকো ভি (ZYCO V) ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে মহেশতলার কস্তূরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে- জানালেন বিধায়ক, মহেশতলা পুরসভার চেয়ারম্যান
সমীরণ দাস, কলকাতা , ৯ ফেব্রুয়ারি : জাইকো ভি (ZYCO V কোভিড-১৯ ভ্যাকসিন কলকাতায় তৃতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের শুভারম্ভ খুব শীঘ্রই। আজ মহেশতলার কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে মহেশতলার বিধায়ক দুলাল দাস জানালেন সেই কথাই।
তিনি জানালেন, কোভিড-১৯ ইনফেকশনের ভয়াবহ পরিণতি কাটাতে ভ্যাকসিনই একমাত্র উপায়। সমস্ত বিশ্ববাসী এবং বিশেষ করে সমস্ত ভারতবাসীকে এই ভ্যাকসিনের ব্যাবস্থা করাই এখন সবথেকে বড় লক্ষ্য। ইতিমধ্যে ভারতে ২টি ভ্যাকসিন ব্যবহারের জন্য স্বীকৃতি পেয়েছে। কিন্তু আরো অধিক কোম্পানির দ্বারা যুদ্ধ কালীন তৎপরতায় এই ভ্যাকসিনের গবেষণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং তার মধ্যে জাইডাস (ZYDUS) এবং ক্যাডিলা (CADILA) দ্বারা যৌথ উদ্যোগে জাইকো ভি (ZYCO V ) নামক কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম সারিতে রয়েছে এবং ইতিমধ্যেই এই ভ্যাকসিনের দ্বিতীয় দফার ট্রায়াল সু-সমম্পন্ন হয়েছে। তৃতীয় দফার শুভ সূচনা হতে চলেছে পশ্চিমবঙ্গের মহেশতলায় অবস্থিত কস্তূরী দাস মেমোরিয়াল সুপারস্পেশালিটি হাসপাতালের তত্ত্বাবধানে । যা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই হাসপাতালেই স্ক্রিনিং এবং টিকাকরণ দুইই করা হবে। এমনকি কোন ক্লাব বা সংস্থা এদেরকে আমন্ত্রণ করলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংস্থার থেকেও এই স্ক্রিনিং এবং টিকাকরণ কর্মসূচি করবে। ইচ্ছুক ব্যক্তিরা আগামীকাল থেকেই নাম নথিভুক্ত করতে পারবেন এই হাসপাতালে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন