রাজ্যে স্কুল খুলছে ১২ ফেব্রুয়ারি , তাঁর আগেই সবুজ সাথির সাইকেল বিলি

 

জেলায় সবুজ সাথির সাইকেল বিলি হবে সম্ভবতঃ ৮ ফেব্রুয়ারি থেকে 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৫ ফেব্রুয়ারিঃ  করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল।অবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত স্কুল খোলার কথা ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দফতর।সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে স্কুলগুলিতেও। যদিও প্রথম অবস্থায় প্রাথমিক স্তরে পঠন-পাঠন হবে না। নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর পঠন-পাঠন চালু হবে। করোনা বিধি মেনেই খোলা হবে স্কুলগুলি। এদিকে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বিলি হয়নি সবুজসাথী সাইকেল। তবে স্কুল খোলার আগেই সেই সাইকেল বিলি শুরু করবে স্কুলগুলি। জেলা শিক্ষা সেলের নির্দেশে আগামী ৮  ফেব্রুয়ারি থেকে সমস্ত স্কুলগুলি থেকে সাইকেল বিলি শুরু হবে। সে কারণে আগাম প্রস্তুতিও শুরু হয়েছে জেলার বিভিন্ন ব্লকের স্কুলগুলিতে।

মন্তব্যসমূহ