উত্তরবঙ্গে চা শিল্পে পারদর্শী করে তুলে কর্মসংস্থানের সুযোগ যুবাদের

 উত্তরবঙ্গের যুবক-যুবতীদের চা বাগানের কাজে পারদর্শী করে কর্মসংস্থানে সুযোগ দিতে বিনা মুল্যে ম্যানেজমেন্ট কোর্স 





কুশল দাশগুপ্ত,  শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন।এখন থেকে উত্তরবঙ্গের যুবক-যুবতীদের চা বাগানের কাজে পারদর্শী করে তুলতে উত্তরবঙ্গ জুড়ে টি ম্যানেজমেন্ট কোর্স চালু করছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন।মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে মার্চেন্ট অ্যাসোসিয়েশন।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রজেক্টের চেয়ারম্যান হরেন্দ্র লোহিয়া বলেন, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে এই কোর্স চালু হবে।এই কোর্সটি তিন মাসের এবং সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ দিয়ে এই কোর্স করানো হবে। একইসঙ্গে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মূলত উত্তরবঙ্গে চা বাগান এলাকাতে এবং চা বাগান শিল্পকে বাঁচাতে ও বেকার যুবক-যুবতীদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।২০টি আসন রয়েছে এই কোর্সে।এই কোর্সে যে সমস্ত যুবক যুবতীরা ভর্তি হবেন তাদেরকে কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হবে।

মন্তব্যসমূহ