অস্ত্র সহ ডাকাত গ্রেফতার

 

ডাকাতির আগেই অস্ত্র সহ আটক ৫ ডাকাত  


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ আগ্নেয়ান্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ।গ্রেফতার অভিযুক্তদের নাম বিজয় সাহানি, সানী পাসওয়ান, রতনেশ পাসওয়ান এবং রাকেশ ঘোষ এবং করণ মাহাতো।সকলেই শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৫ জন খালপাড়া অন্তর্গত এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।এই ঘটনায় খবর পেয়েই খালপাড়া ফাঁড়ির সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড তাজা কার্তুজ, দুটি ছুরি।আজ ৫ জনকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ