ভুটান সীমান্তে অস্ত্র সহ গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার, ২১ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে আগ্নেয়াস্ত্র সহ ১ জনকে গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ।
জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জয়ঁগার তোর্ষা ট্রানিং এলাকায় অভিযান চালিয়ে একটি অটো আটক করে সহিদুল্লা আনসারিকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি ৯এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশ সুত্রে খবর, সহিদুল্লা আনসারি জয়ঁগাতে এই পিস্তল বিক্রি করার উদ্দেশ্যে আসছিল।ধৃতকে আজ আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন