ল্যাম্প পোস্টে বিদ্যুৎ সংযোগ ছাড়াই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন উত্তরবঙ্গের উড়ালপুল

 

 মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা উড়ালপুলের ল্যাম্প পোস্টে পাঁচদিন পরেও আলো জ্বলল না  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারিঃ  সোমবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহু ডাংগি রেললাইনের ওপর উড়ালপুল এর শুভ উদ্বোধন করেন। কিন্তু তারপর থেকেই অন্ধকারেই রয়েছে এই উড়ালপুল। রাতে পথ বাতি না জ্বলার কারণে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আতঙ্ক ক্রমশ বাড়ছে। এছাড়া উড়ালপুলের দুই মুখে কোনরকম ফলক না থাকার জন্য বাইরের গাড়ি চালকদের  সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে এসে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক উদ্বোধনী মঞ্চ থেকে রিমোটের মাধ্যমে এই উড়ালপুলের শুভ উদ্বোধন করেন। কিন্তু এখনো পর্যন্ত পথ বাতি না  জ্বলার কারণে বেহাল দশা উড়ালপুল টির। এই প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরে অর্থ জমা দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি বিদ্যুত  সংযোগ হবে উড়ালপুল এর  পথ বাতি গুলিতে।

মন্তব্যসমূহ