বেহালা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল
সমীরণ দাস , বেহালা , ২ ফেব্রুয়ারিঃ নির্ধারিত কর্মসূচী অনুসারে আজ অনুষ্ঠিত হলো বেহালা তৃণমূল কংগ্রেসের মহামিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড: পার্থ চট্টোপাধ্যায় সহ বেহালার বিভিন্ন ওয়ার্ডের পৌর সমন্বয়কারী নেতৃত্ব। যেখানে বিভিন্ন জেলায় দল ত্যাগের হিড়িক পড়েছে , সেখানে এখনো পর্যন্ত শোভন চ্যাটার্জি বাদে অন্য কোনো নেতাকে দলে টানতে পারিনি বিজেপি। বিক্ষিপ্ত কিছু সিপিএমের এবং তৃণমূল কংগ্রেসের নীচু তোলার কর্মী বিজেপিতে নাম লিখিয়েছেন। আজকের মহা মিছিল উপস্থিত হয়ে কর্মীরা দিদির প্রতি তাদের সমর্থন জানালেন। উপস্থিত সমর্থকদের আগামী দিনে বিজেপি সহ সকল বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দেন ড : পার্থ চট্টোপাধ্যায়।
দেখুন মহা মিছিল আমাদের প্রতিনিধির ক্যামেরায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন