বিজেপি'র ' শিক্ষা বাঁচাও ' কর্মসুচিকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি , কলকাতা , ১৯ ফেব্রুয়ারিঃ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের নানা বঞ্চনার কথা তুলে এবার আসরে বিজেপি। তাঁরা শিক্ষকদের সঙ্গে নিয়ে মহা মিছিল থেকে শুরু করে নানা আন্দোলন কর্মসুচির ডাক দিয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ,ডঃ পার্থ চট্টোপাধ্যায় আজ এক হাত নিলেন। তিনি এই কর্মসুচিকে কটাক্ষ করতে গিয়ে বলে , শিক্ষাকে শেষ করতে এর আগেই বিজেপি জাতীয় শিক্ষা নীতি প্রনয়নের দিকে ঝুঁকেছে। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের গত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে কি কি উন্নতি করেছে , তাঁর খতিয়ান দেন। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন , রাজ্যের শিক্ষা মন্ত্রী ও তৃণমুল কংগ্রেস মহাসচিব।
এদিন তিনি বলেন , " আগে বিজেপি নিজেকে বাঁচাক , তারপর অন্য কিছুকে বাঁচাবার চেষ্টা করুক ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন