সঙ্গীত তারকা অদিতি মুন্সি তৃণমুলে

 

কীর্তন শিল্পী অদিতি মুন্সি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে 



সজল দাশগুপ্ত কলকাতা , ৪ মার্চঃ     তৃণমূল শিবিরের চমক অব্যাহত। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুরেলা কন্ঠে বিখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার দিন সৌগত রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের ভবনে তৃণমূল কংগ্রেসের নাম লেখালেন তিনি। টেলিভিশন পর্দা থেকে অনুষ্ঠান মঞ্চ অদিতি মুন্সির কীর্তন মানুষের হৃদয় ছুঁয়েছে। তোমরা কুঞ্জ সাজাও গো, হৃদ মাঝারে রাখবো বিখ্যাত গানগুলি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তৃণমূল কংগ্রেসের যুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অদিতি মুন্সি। অদিতি মুন্সি কে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর দুই কলি গান গাইলেন তিনি। শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হতে পারে অদিতি মুন্সি কে ।

মন্তব্যসমূহ