নির্বাচনী প্রচারে বাম প্রার্থী অশোক ভট্টাচার্য , নিজেই লিখলেন নিজের দেওয়াল

 নিজের দেওয়াল ,নিজে লিখে প্রচার শুরু বাম প্রার্থী প্রাক্তন মন্ত্রী ,অশোক ভট্টাচার্যের 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৬ মার্চঃ বাম কংগ্রেস এবং আইএসএফ জোটের দার্জিলিং জেলার প্রার্থী ঘোষণা না হলেও শনিবার থেকে নির্বাচনী প্রচারে নামলেন অশোক ভট্টাচার্য। শনিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ২৯ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন তিনি।এদিন দেওয়াল লিখনের মধ্য দিয়ে  দলীয় প্রচার সারেন তিনি।এদিনের প্রচারে উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ