সকাল থেকেই জন সংযোগে পর্যটন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৪ মার্চঃ সকালেই বেরিয়ে পড়লেন মানুষের সাথে আলাপচারিতায়।আগামীকাল খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস তার প্রার্থীতালিকা প্রকাশ করবে।প্রার্থী হচ্ছেন নিশ্চিত জেনেই নিজেই নেমে পড়েছেন মানুষের সাথে যোগাযোগ রক্ষার্থে।জানালেন এবারে তিনি ভোটকে উৎসবের মেজাজে নিতে চান।জীতবই নিশ্চিত জেনে প্রচারে নেমেছি।চেষ্টা করছি মানুষের সুখ সুবিধা বুঝতে।তাই আজ বেশকিছু এলাকা ঘুরে দেখলাম।চেষ্টা করবো ভোটে জীতে এইসব মানুষগুলোর জন্য কিছু করবার।পর্যটনমন্ত্রী আরো জানালেন এবারে বিপুল ভোটে জীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ নেবেন।আর আমরা এই জয়ের সাক্ষী থেকে যাব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন