বিনা নম্বরের টোটো চলাচল বন্ধের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি সিটি অটো চালকদের
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৬ জুলাইঃ শহরের প্রধান রাস্তাগুলি থেকে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করতে হবে।সেই দাবিতে সরব হলেন সিটি অটো চালকেরা। মঙ্গলবার অটো চালানো বন্ধ রেখে কিছু চালক মহকুমাশাসকের দফতরের সামনে যান।টোটো বন্ধের দাবিতে স্মারকলিপিও দেওয়া হয়।এদিন বিবেকানন্দ ভবনের সামনে সিটি অটো দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হন চালকেরা।আগামীতে টোটো চলাচল করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারিও দেন চালকেরা। চালকেরা জানান, পুরোনো অটোর বদলে নতুন গাড়ি নামানো হয়েছে।ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তা কিনতে হয়েছে।ইএমআই দিতে হচ্ছে।এছাড়াও ট্যাক্স দিতে হচ্ছে।লকডাউন ও বিধিনিষেধের জন্য দীর্ঘদিন গাড়ি চলাচল বন্ধ ছিল।এরমধ্যে রাস্তায় টোটোর ভিড়ে গাড়ি চালানো যাচ্ছে না।অযথা তেল পুড়ছে।সেকারণে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করার দাবি করেন সিটি অটো চালকেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন