পাচারের আগেই শিলিগুড়িতে আটক মাদক

 পাচারের আগেই  শিলিগুড়িতে  নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ সহ আটক ১ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৬ জুলাইঃ প্রায় লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম রিপন পাল।সে শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ নিয়ে ফুলবাড়িতে বিক্রির উদ্দেশ্যে যায় রিপন পাল।গোপন সূত্রের মাধ্যমে এই খবর পেয়ে তিনবাত্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং কাফ সিরাপ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি  আদালতে তোলা হয়।

মন্তব্যসমূহ