জলপাইগুড়িতে বাস নয়ানজুলীতে

 

উত্তরবঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নয়ানজুলীতে 


নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি,১৯ জুলাইঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই সরকারি বাস।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি-হলদিবাড়ি রোডের তোড়ল পাড়ার ভাটাখানা এলাকায়।ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।বাসটি হলদিবাড়ির দিকে যাচ্ছিল।ভাটাখানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল কর্মীরা।বাসের নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।


মন্তব্যসমূহ