পর পর চুরি বাগডোগরায়

 বাগডোগরায় পর পর চুরির ঘটনায় চাঞ্চল্য


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,১৫ জুলাইঃ প্রকাশ্য দিবালোকে বাগডোগরা থানার অন্তর্গত তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য।জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাগডোগরার ভুজিয়াপানি এলাকায় দুটি বাড়িতে এবং বাগডোগরার বিবেকানন্দপল্লীতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।বিবেকানন্দপল্লীতে জয়ন্ত দে’র বাড়িতে চুরি করতে গিয়ে তার মাকে বেঁধে রেখে চুরি করে দুষ্কৃতীরা।সোনা-রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।  


অন্যদিকে ভুজিয়াপানি এলাকার বাসিন্দা আরসিদা খাতুন বলেন, তিনি নিজের ছোট ছেলেকে নিয়ে বাগডোগরা বাজারে গিয়েছিলেন।বাজার থেকে বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত জিনিস ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।সোনা-রুপোর গয়নাও চুরি গিয়েছে।একইরকমভাবে এলাকার বাসিন্দা গীতা দেবির বাড়িতেও চুরির ঘটনা ঘটিয়েছে চোরেরা।

মন্তব্যসমূহ