চা বাগানে হাতির হানায় ভাঙ্গল বাড়ি
নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ১৩ জুলাইঃ একেই মাথায় বর্ষার ভ্রূকুটি । অন্যদিকে হাতির হানা । বিপর্যস্ত মানুষ। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়ার ডিমডিমা চা বাগান এলাকায় হাতির হানায় ক্ষতিগ্রস্থ হল তিনটি বাড়ি। জানা গিয়েছে, এদিন ভোরে তিনটি হাতি এলাকায় ঢোকে।এরপর এলাকার ৩টি বাড়িতে হামলা চালিয়ে জঙ্গলে ফিরে যায়।যদিও প্রানে বাঁচেন ক্ষতিগ্রস্থ ওই তিন বাড়ির সদস্যরা। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলি ডিমডিমা চা বাগানের বাসিন্দা হলেও তারা চা শ্রমিক নন।ফলে সরকারি নিয়ম মেনে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন