উত্তরবঙ্গে পর্যটকদের ওপর আরো নজরদারি বাড়াচ্ছে প্রশাসন
কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি, ২১ জুলাইঃ হোটেল ও রিসর্ট বুকিং করা পর্যটকদের তথ্য জানতে নতুন অ্যাপ চালু করার উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের। কলকাতায় জেএমবি জঙ্গি ধরা পড়ার পর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সতর্ক বার্তা দিয়েছে রাজ্য পুলিশ।এরপরই সমস্ত জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও শুরু হয়েছে কড়া নজরদারি।জলপাইগুড়ি শহরের পাশেই রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত।এই কারণেই নিরাপত্তার উপর জোড় দিয়েছে প্রশাসন। জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, কোতোয়ালি, মালবাজার, মেটলি ও ময়নাগুড়ি থানা এলাকায় প্রচুর রিসর্ট ও হোটেল রয়েছে।পর্যটকরা হোটেল ও রিসর্ট বুকিং করার পর সেই তথ্য স্থানীয় থানায় পৌঁছে দেওয়া হয়।এতে অনেকটাই সময় লাগে।এই কারণে অ্যাপ চালু করবার চিন্তা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন