হিমাচলে হড়পা বান

 মেঘ ভাঙ্গা বৃষ্টিতে নাজেহাল হিমাচল 


নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৩ জুলাইঃ হড়পা বান এ ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের ধর্মশালা এলাকা। সংলগ্ন এলাকার বাড়িঘর, দোকানপাট, হোটেল গুলির ব্যাপক ক্ষতি হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে যাবতীয় ক্ষতির রিপোর্ট পেশ করতে বলেছেন । বেশ কিছুদিন ধরেই দুর্যোগ চলছিল হিমাচল প্রদেশ জুড়ে, সোমবার দিন হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয় ধর্মশালা এলাকায় এরপর আসে নামে হড়পা বান । ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট, বাড়িঘর, হোটেল গুলো। জানা গিয়েছে হোটেল গুলির মধ্যে জল ঢুকে গিয়েছে। হড়পা বান এর কারণে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খড়কুটোর মতো ভেসে গিয়েছে। করনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব অনেকটা কম হওয়ায় পর্যটকদের আনাগোনা বার ছিল হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র ধর্মশালা তে। তবে অত্যাধিক পর্যটক না থাকার কারণে প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে। তবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এরকম প্রাকৃতিক দুর্যোগ আরও দু-তিন দিন চলতে পারে।

মন্তব্যসমূহ