পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে জন্ম নিল রেড পান্ডা

 

দার্জিলিংয়ের চিড়িয়াখানায় জন্ম নিল রেড পান্ডা 



নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং ,২২ জুলাইঃ ফের খুশির হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়।দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে জন্ম নিল আরও একটি রেডপান্ডা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, রেডপান্ডা দম্পতি ইয়েসি ও পাবু এই রেডপান্ডাটির জন্ম দিয়েছে।শাবক এবং মা ইয়েসি দুজনই ভালো আছে।শাবকটির জন্ম হয়েছে টোপকেদারা রেডপান্ডা প্রজনন কেন্দ্রে। এদিকে এই রেড পান্ডাকে কেন্দ্র করে আগামী পর্যটন মরশুমে যে পর্যটকদের কাছে অন্য আকর্ষণ বাড়বে বলে মনে করছে পার্ক কতৃপক্ষ।

মন্তব্যসমূহ