উত্তরবঙ্গে রেড পান্ডা শোভা দুটি নবজাতকের জন্ম দিল
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি,৮ জুলাইঃ দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে দুই শাবকের জন্ম দিল রেডপান্ডা শোভা। চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই জানান, বৃহস্পতিবার পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের অধিনস্ত টোপকেদারা ব্রিডিং সেন্টারে রেডপান্ডা শোভা শাবকদুটির জন্ম দেয়।মা এবং ছোট্ট দুই ছানা সকলেই সুস্থ রয়েছেন।বর্তমানে এই চিড়িয়াখানায় রেডপান্ডার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।এই নতুন দুই অতিথির আগমনে স্বাভাবিকভাবেই খুশি বনকর্তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন