শারদীয়ার সুচনা শিলিগুড়িতে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি, ১৯ জুলাইঃ করোনা আবহেই ঢাকে পড়ল কাঠি।খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর আয়োজন শুরু করল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা কমিটি। আজ সকালে করোনা আবহে এই খুটি পূজোর আয়োজন করেন সেন্ট্রাল কমিটির সদস্যরা।তারা জানান প্রতিবারের মত এইবারও আমরা পূজো করবো করোনা আবহের কথা মাথায় রেখেই।আমাদের পূজো হবে সাবধানতা অবলম্বন করে এবং সবার নিরাপত্তার কথা চিন্তা করে।আমরা প্রতিদিন আলাদা আলাদা করে পরিকল্পনা করবো কিভাবে এই দূর্গাপূজোকে ঠিকভাবে করতে পারা যায়।এদিন সকালে পুরোহিত এসে ক্লাবের খুটি পূজোর সূচনা করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন