তৃতীয় ঢেউ রুখতে উত্তরবঙ্গে জোর ভ্যাকসিনেসনে

 


উত্তরবঙ্গে করোনা তৃতীয় ঢেউ মোকাবিলায় জোর ভ্যাকসিনেসনে 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৩ জুলাইঃ  শিলিগুড়ির ৩৭ নং ওয়ার্ডে আজ পুরনিগমের পক্ষ থেকে ওয়ার্ডের মানুষকে ভ্যাকসিন দেওয়া হল।আজ ৩৭ নং ওয়ার্ডের মোট ১৯০ জনকে ভ্যাকসিন  দেওয়া হল।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। এদিন ৭০ বছরের উপরে এবং যারা শারীরিক  এবং মানসিকভাবে অক্ষম তাদের ভ্যাকসিন দেওয়া হয়।



রোটারি ক্লাব অফ শিলিগুড়ি সেন্ট্রাল -র উদ্যোগে এবং শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাংক কেন্দ্রের সহায়তায় ১৮ এবং ৪৫ বছরের উর্ধ্বের নাগরিকদের জন্য করোনা ভাইরাস টিকাকরণ শিবিরের আয়োজন করা হল শিলিগুড়ির হাকিমপাড়ার জার্মানস একাডেমীতে।মোট ১৯০ জনকে টিকা দেবার ব্যাবস্থা করা হয়।উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক গৌতম দেব।এদিন তিনি জানান এই সময়ে বহু মানুষের নানা প্রয়োজনে মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হচ্ছে।ভ্যাকসিনের কাগজ না দেখানোয় ঢুকতে দিচ্ছে না কেউই,ফলে একেকজন পড়ে যাচ্ছেন একেক সমস্যায়।প্রত্যেকের এখন সবাইতে জরুরী হয়ে পড়েছে করোনার সার্টিফিকেট,তাই রোটারি ক্লাব এর সহযোগীতায় আজ মানুষের কাছে ভ্যাকসিন পৌছে দিলাম,যাতে তারা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছে যেতে পারে।এদিন প্রচুর মহিলা এসেছিলেন ভ্যাকসিন নিতে,এদিন পর্যটনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বারো নং ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও।নির্দিষ্ট সময়ে কিছু সমস্যার জন্য বন্ধ ছিলো ভ্যাকসিনের নিবন্ধীকরন,তবে পরে তা মিটে যাওয়ায় ভ্যাকসিনের কাজ শুরু হয়।

মন্তব্যসমূহ