শিলিগুড়ি পুর নির্বাচনে ঘর গুছিয়ে নামতে চলেছে রাজ্যের শাসক দল , তৃণমূল কংগ্রেস
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৪ জুলাইঃ শিলিগুড়িতে পুর ভোটের জন্য টিকিটের তাগিদে দৌড়চ্ছেন সবাই।কবে ভোট হবে কোন ঠিক নেই,কিন্তুু এরই মধ্যে সবাই দৌড়াতে শুরু করে দিচ্ছেন টিকিট পাবার জন্য।কেউ দৌড়চ্ছেন কলকাতাতে আবার কেউ কেউ দার্জিলিং জেলার বড় দুই মাথার উপরই ভরসা রাখছেন।শিলিগুড়িতে যে যে ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত সেই সেই ওয়ার্ডেও তোড়জোড় শুরু হয়েছে,যে যার পছন্দের প্রার্থীকে নিয়ে দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন।যদিও বর্তমানে তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলাকে নিয়ে কড়া অবস্থান নিয়েছে,তার কারন হিসাবে বিগত বিধানসভাতে তৃণমূলের ফলাফলেকেই ধরা হচ্ছে,কোথাও কোথাও শোনা যাচ্ছে শঙ্কর ঘোষ আবার তৃণমূলে যোগদান করেন , তাহলে শিলিগুড়ির বর্তমান মেয়র হিসাবে তাঁকে তুলে ধরা হবে নির্বাচনী প্রচারে । আর দুজন মহিলা প্রার্থীরও নাম ডেপুটি মেয়র হিসাবে তুল্হর ধরা হতে পারে । রাজনৈতিক মহলের একাংশের মতে এর মধ্যে একজন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত এবং আরেকজন আলপনা দত্ত।সারা শিলিগুড়িতে এদের গ্রহণ যোগ্যতার উপরে ভিত্তি করেই এদের কথা ভাবা হয়েছে বলে মনে করছেন তাঁরা ।তবে সবকিছুই নির্ভর করবে কলকাতার হরিশ চ্যাটার্জি রোডের নির্দেশের উপর।কলকাতাই আগামীদিনে শিলিগুড়ির ভাগ্য নির্ধারন করবে বলে শোনা যাচ্ছে। এদিকে শিলিগুড়িতে তৃণমূলের খারাপ ফলাফলের একমাত্র কারণ তৃণমূলের ব্যক্তিগত কোন্দল ও গোষ্ঠী দ্বন্দ্ব।এটাও একতা চিন্তার কারণ তৃণমূল নেতৃত্বের কাছে । এটাও রাজনৈতিক মহলের কাছে শোনা যাচ্ছে। তাই এইবারে আর ভুল করতে রাজী নন,তৃনমুলের শীর্ষ নেতৃত্ব।পুরনির্বাচনের এখনো অনেকটাই দেরী,কিন্তুু তাই বলে বসে থাকতে রাজী নন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেদিকে নজর রেখেই , যেভাবেই হোক না কেন শিলিগুড়ি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।শোনা যাচ্ছে শিলিগুড়িকে দখলে রাখতে এবার কলকাতা থেকে শীর্ষ নেতৃত্বের তিনজনকে আনতে পারে তৃণমূল কংগ্রেস এবং তারা গোটা শিলিগুড়ি চষে বেড়াবেন , দুয়ারে দুয়ারে যাবেন শিলিগুড়ির মানুষের মতামত বোঝবার জন্য।সবমিলিয়ে পুরসভা নির্বাচনের আগে গোটা দার্জিলিং জেলার তৃণমূল দলটিকে গুছিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন