ভাঙ্গা চোরা কাঁচা সড়ক পাকা করার দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গের রাজগঞ্জের বাসিন্দাদের
নিজস্ব সংবাদদাতা , রাজগঞ্জ , ২২ জুলাইঃ বর্ষা এসেছে । আর কাঁচা সড়ক দুর্বিষহ হয়ে উঠেছে বাসিন্দাদের কাছে। বছরের পর বছর পাকা সড়কের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন বাসিন্দারা। কোন কিছুই হয়নি । কাচা সড়ক পাকা করবার দাবীতে রাজগঞ্জ ফুলবাড়িতে বিক্ষোভ বাসিন্দাদের।রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ির এই কাঁচা রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন।লালস্কুল বালাবাড়ি থেকে পশ্চিম বালাবাড়ির প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়ারী কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র।বেহাল রাস্তায় শুখা মরশুমে ধুলোবালি এবং বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৭টি গ্রামের মানুষকে যাবতীয় কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।বিশেষ করে বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয় তাদের।বিষয়টি নেতারা এবং প্রশাসনও জানে।তারপরেও রাস্তাটি পাকা করা হচ্ছে না।দাবি না মানা হলে আন্দোলন চলতে থাকবে বলে বাসিন্দারা জানিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন