আধুনিক শিলিগুড়ি গড়ার লক্ষ্যে পুর প্রশাসকের আরও এক গুচ্ছ পরিকল্পনা

 

গৌতম দেবের হাত ধরে সেজে উঠছে শিলিগুড়ি পুর এলাকা 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১০ অগাস্টঃ শিলিগুড়িকে গৌতম দেব  নতুন করে সাজাতে চান। সেই কারণেই তিনি নানা পরিকল্পনাও করছেন পুর নিগমের দায়িত্ব নেবার পর।    পুরসভার এক জরুরী বৈঠকের পর গৌতম দেব জানান , এবারে শিলিগুড়িকে একেবারে অন্য রকম ভাবে ঢেলে সাজিয়ে তোলা হবে।তার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন যে,   শহরের সৌন্দর্যয়ায়ন না হলে কোন শহরকে বুঝতে পারা যায় না।আর বর্তমানে শিলিগুড়ির সৌন্দর্যয়ায়ন খুবই দরকার।শিলিগুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যয়ায়ন করাতে পারলে যেকোন শহরের পরিস্থিতি অনেকটাই বদলিয়ে যায়।এদিন গৌতমদেব আরও জানান , ' আমি চেষ্টা করছি কিভাবে এই শহরকে প্রত্যেকটি মানুষের  কাছে আধুনিক ভাবে  বাসযোগ্য করা যায়।আমি এ নিয়ে আমার কমিটির লোকেদের সাথে কথা বলে নিয়েছি।তারাও এই ব্যাপারে  সবুজ সংকেত দিয়ে রেখেছে।আমি কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের চারিদিকে গাছ লাগিয়ে এবং দীনবন্ধু মঞ্চকে আরো ভালো করতে চাইছি,কারণ , এই দুটো জায়গাকে ঘিরে রয়েছে শিলিগুড়ির অন্যতম এক প্রধান পরিচিতি। ' 

মন্তব্যসমূহ