শিলিগুড়ি এটিএম ব্যবহারে জামতারা গ্যাং আতংক

শিলিগুড়িতে এ টি এম থেকে গ্রাহকের টাকা লুঠে জামতারা গ্যাং আতংক  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৩ অগাস্টঃ  শিলিগুড়িতে নতুন করে ত্রাস সৃষ্টি করছে জামতারা গ্যাং।এরা বিভিন্ন এটিএম কাউন্টারে গিয়ে  করে গ্রাহকদের  অ্যাকাউন্ট  থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।আসানসোল থেকে আসা এই গ্যাং ছড়িয়ে গেছে গোটা শিলিগুড়ি শহরে।এরা একেকদিন একেক জায়গায় গিয়ে নিজেরাই অপারেশন চালিয়ে যাবে বলে পরিকল্পনা করেছে তারা।আর এতেই ঘুম চলে গেছে শিলিগুড়ির প্রশাসনের।কারন শিলিগুড়ির বেশীরভাগ এটিএম এ নিরাপত্তা একেবারেই নেই বললেই চলে।সেখানে কে কতক্ষন ঢুকে টাকা তুলে নিচ্ছে জানছেন না কেউই।শিলিগুড়িতে বেশীরভাগ এটিএম এ নিরাপত্তা থাকে না,এর উপরে করোনা আবহে রাস্তায় লোকজন অনেকটাই কম চলাচল করে।তাই তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রশাসন।শিলিগুড়িতে এখন যেভাবে এটিএম কাউন্টার বাড়ছে তাতে যেকোনো কাউন্টার থেকে ঘটে যেতে পারে দুঘটনা।আর এটা নিয়েই চিন্তিত প্রশাসন।মাস তিনেক আগে পুলিশ কমিশনার গৌরব শর্মা এক বৈঠক করেছিলেন এই এটিএম কাউন্টারগুলি নিয়ে,তাতেও সমস্যা না মেটায় চিন্তিত পুলিশ এবং প্রশাসন।তারা মনে করছেন এখনই যদি অবস্থার সামাল দেওয়া না যায় তবে পরবর্তীকালে আরো বড় ক্ষতি হতে পারে সাধারণ মানুষের।

মন্তব্যসমূহ