করোনা মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আরো ৫০ টি বেড
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ অগাস্টঃ গত প্রায় দেড় বছর ধরে লড়াই চলছে করার বিরুদ্ধে। সেই লড়াইকে আরো জোরদার করতে ঢেলে সাজানো হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আজ পঞ্চাশটি কোভিড কেয়ার ইউনিটের উদ্বোধন হল।কলকাতা থেকে ভার্চুয়ালি এই কোভিড কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।আজ এই ইউনিটের ৫০টি বেড যুক্ত হল।আগে ছিলো ১০০টি বেড আর এখন হল ৫০ , সব মিলিয়েএকশো পঞ্চাশটি বেড রাখা হল।কোভিড এবংএনবি এম এর দায়িত্ব নেওয়া সুশান্ত রায় জানান আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আরো বেড বাড়ানো যায় রোগীদের সুবিধার জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন