বোলতার কামড়ে মৃত্যু শিশুর, গুরুতর অসুস্থ আরও তিন
পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বসত বাড়ির চালে গজিয়ে উঠেছিল এক বিষাক্ত বোলতার চাক। হাসি খাতুন ও তার মেজো ভাই রোজ আলি রবিবার বিকেলে নিজেদের বসত বাড়ির পিছনে একটি পরিত্যক্ত অসম্পূর্ণ পাকা বাড়ির ভিটেতে খেলছিল। সেই সময় এক ঝাঁক বিষাক্ত বোলতা ক্ষুদে দুই শিশুকে লক্ষ্য করে হামলে করে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ঠাকুমা সুবেরা বেওয়া ও জেঠিমা সাবেরা বিবি। তাদেরকেও আক্রমণ করে বিষাক্ত বোলতা। গুরুতর ভাবে আহত হয়ে পড়েন দুই শিশু সহ চারজন। তাদেরকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই শিশুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মারা যায় বছর তিনেকের হাসি খাতুন। ছয় বছরের শিশু সহ বাকী তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তারা চিকিৎসারত রয়েছেন।
মৃত শিশুর মামা ফুলসার আলম জানান, মৃত হাসি খাতুনরা তিন ভাই ও এক বোন। হাসি খাতুন বাড়ির সব থেকে ছোট মেয়ে। জামাইবাবু হাসিবুল আলম ভিন রাজ্য রাজস্থানের জয়পুরে রিকশা চালায়। তাদের অভাবের সংসার। সামান্য বোলতার কামড়ে এক শিশুর অকালে প্রাণ চলে যাওয়ায়, ভেঙ্গে পড়েছে পুরো পরিবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন