উত্তরবঙ্গের রাস্তায় আবার আধার কার্ড
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৩ অগাস্টঃ আবার পাওয়া গেল আধার কার্ড,ঠিকানা ডাবগ্রাম ফুলবাড়ি,ফুলবাড়ির সামনের একটি মাঠ থেকে পাওয়া গেল প্রচুর আধার কার্ড এবং দরকারী কাগজপত্র।প্রাতভ্রমন করতে আসা কয়েকজন পথচারীর নজরে পড়ে ব্যাপারটি।তারাই পুলিশে খবর পাঠান।পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্বার করে।এদের মধ্যে অনেকেই তাদের কার্ড খুজে পান।অনেকেই জিঞ্জাসা করেন যেখানে আধার কার্ড নিয়ে এত সমস্যা সেখানে এত কার্ড কিভাবে রাস্তায় পড়ে থাকে,আর কেনই বা এইভাবে পড়ে আছে,আর কেনই বা প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছেন না?পরে পুলিশ এসে কার্ডগুলি উদ্বার করে নিয়ে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন