শিলিগুড়ির রাস্তায় আধার কার্ড

 রাস্তায় আধার কার্ড 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩ অগাস্টঃ কারো আধার কার্ড আসেনি,কারো হয়ে গেছে কিন্তুু হাতে পান নি,কেউ দেখছেন কার্ড হয়েছে অথচ হাতে কার্ড আসছে না,অথচ চাঞ্চল্যকর ভাবে কার্ডগুলি পাওয়া গেল শিলিগুড়ির আশিঘরের কানকাটা মোড়ে,সকালে প্রাতরাশ ভ্রমন করতে গিয়ে এক ব্যক্তির নজরে আসে ব্যাপারটি।তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীদের ব্যাপারটি জানান।প্রতিবেশীরা এসে দেখেন প্রচুর আধার কার্ড,আধার কার্ডের ফর্ম এবং ব্যাঙ্কের কাগজ পড়ে আছে।  এর মধ্যে অনেকে আবার তাদের আত্মীয়দের কার্ডও খুজে পান। তবে বেশীভাগ কার্ডই জলপাইগুড়ি এবং তার আশেপাশের এলাকার।ওই এলাকার মানুষ এসে পুলিশকে খবর দেন।পরে পুলিশ এসে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

মন্তব্যসমূহ