এবার শিলিগুড়িতে পুর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কোন কম্প্রোমাইজ করবে না শাসক দল , এমনটাই ইঙ্গিত
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৪ অগাস্টঃ খুব তাড়াতাড়ি হয়ত রাজ্যের পুরসভার নির্বাচনের ঘন্টা বাজবে। তাই এখন থেকেই ঘর ঘোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এদিকে রাজ্যের শাসক দলের পাখির চোখ উত্তরবঙ্গে। তাই একেবারে শুরু থেকেই কোমর বেঁধে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের উচ্চ নেতৃত্ব।এইরকম আভাস পাওয়া গেছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে।প্রতিবারই তৃণমূলের নির্বাচন নিয়ে গোষ্ঠী কোন্দলের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।শিলিগুড়ি তে তৃণমূলের ফলাফল নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তৃণমূল নেত্রী। তিনি তাই গোটা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে একেবারে ঢেলে সাজাতে চাইছেন।তাই তৃণমূল নেত্রীর পাখির চোখ এই পুরসভা নির্বাচনকে ঘিরে।কে কোন ওয়ার্ডে প্রার্থী হবেন সেটাও ঠিক করবেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।শিলিগুড়িতে তৃণমূল কোয়ার্ডিনেটারদের একে অন্যের সাথে মিল কম থাকায় ফলাফল আশানুরূপ হচ্ছে না বলে মনে করছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব।দু 'তিনজন ছাড়া কোন কোয়ার্ডিনেটারের ব্যাবহার ভাল নয় জেনেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ৩০ ,১৪ এবং ১৭নং ছাড়া কোন ওয়ার্ডের কোয়ার্ডিনেটারেরা মানুষের সাথে ভাল ব্যাবহার করেন না বলে জেনেছেন তৃণমূল সুপ্রিমো।তাই তিনি নির্দেশ দিয়েছেন টিকিট তাদেরই দেওয়া হবে যাদের সমাজে স্বচ্ছ ভাবমুর্তি আছে।তাই তিনি নির্দেশ দিয়েছেন প্রার্থী ঘোষনা করবার আগে যেন তাকে একবার দেখিয়ে নেওয়া হয়।এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল নেত্রী কতটা মরিয়া শিলিগুড়ির দখল পেতে।আগামী পুরসভা নির্বাচনে শিলিগুড়িতে যাতে ফলাফল আগের মত না হয় সেটার ঈঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্বকে।টঈপপী এটাই দেখবার দাপর্জিলিং জেলার তৃণপুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের উচ্চ নেতৃত্ব।এইরকম আভাস পাওয়া গেছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে।প্রতিবারই তৃণমূলের নির্বাচন নিয়ে গোষ্ঠী কোন্দলের কারনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।শিলিগুড়ি তে তৃণমূলের ফলাফল নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তৃণমূল নেত্রী।তিনি তাই গোটা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে একেবারে ঢেলে সাজাতে চাইছেন।তাই তৃণমূল নেত্রীর পাখির চোখ এই পুরসভা নির্বাচনকে ঘিরে।কে কোন ওয়ার্ডে প্রার্থী হবেন সেটাও ঠিক করবেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।শিলিগুড়িতে তৃণমূল কোয়ার্ডিনেটারদের একে অন্যের সাথে মিল কম থাকায় ফলাফল আশানুরূপ হচ্ছে না বলে মনে করছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব।দুতিনজন ছাড়া কোন কোয়ার্ডিনেটারের ব্যাবহার ভাল নয় জেনেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ৩০ , ১৪এবং১৭নং ছাড়া কোন ওয়ার্ডের কোয়ার্ডিনেটারেরা মানুষের সাথে ভাল ব্যাবহার করেন না বলে জেনেছেন তৃণমূল সুপ্রিমো।তাই তিনি নির্দেশ দিয়েছেন টিকিট তাদেরই দেওয়া হবে যাদের সমাজে সচ্ছ ভাবমুর্তি আছে।তাই তিনি নির্দেশ দিয়েছেন প্রার্থী ঘোষনা করবার আগে যেন তাকে একবার দেখিয়ে নেওয়া হয়।এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল নেত্রী কতটা মরিয়া শিলিগুড়ির দখল পেতে।আগামী পুরসভা নির্বাচনে শিলিগুড়িতে যাতে ফলাফল আগের মত না হয় সেটার ঈঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্বকে।এখন এটাই দেখবার দার্জিলিং জেলার তৃণমূল নেতৃত্ব ঠিক কতটা নিজেদের তৈরী করেছেন আগামী পুর নির্বাচন নিয়ে।যা আগামীতে সাহায্য করবে তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে। এখন তৃণমূলের শত্রু তারা নিজেরাই।তারা যদি নিজেরা নিজেদের না হারায় তবে এবার কিন্তুু তৃণমূল আসছেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন