শিলিগুড়ির গোপন গুদামে গোয়েন্দা হানা , আটক প্রচুর মাদক

 শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের সাফল্য, আটক প্রচুর মাদক 



নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি , ৮ অগাস্টঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি  ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় একটি গুদামে অভিযান চালায়ে ওই গুদাম থেকে প্রচুর পরিমাণে কাফ সিরাপ এবং নেশার ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। সূত্রে জানা যায়, এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গিয়েছে প্রায় ১৩০০টি কাফ সিরাপ এবং কয়েক হাজার পিস  নেশার ট্যাবলেট এই অভিযানে উদ্ধার হয়েছে। দুই অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা পাঠানো হয়। এই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এর পেছনে আরও বড় কোন চক্র আছে কিনা জানার জন্য।

মন্তব্যসমূহ