করোনা সচেতনতা প্রসারে অভিনব উদ্যোগ,ডিজিটাল ম্যাগাজিনে সামিল পুর্ণ দাস বাউল, রুপম ইসলাম
বিশেষ প্রতিনিধি , কলকাতা , ৪ অগাস্টঃ গত দেড় বছর ধরে সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশ জর্জরিত করোনা অতিমারিতে। দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই আসছে তৃতীয় প্রবাহ। সেই কারণে করোনা সংক্রমণ এড়াতে নানা ভাবে সচেতন করার চেষ্টা করে চলছে প্রশাসন থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ,সবাই। এবার অভিনব উদ্যোগ নিল কলকাতার জার্মান কন্স্যুলেট জেনারেল ও কলকাতা সুকৃতি ফাউন্ডেসন। সারা রাজ্য জুড়ে ,সাধারণ মানুষকে করোনার বিরুদ্ধে লড়াই করার সচেতনতা বৃদ্ধির জন্য একটি ডিজিটালাইজড ম্যাগাজিন তৈরি করল। " একটু রোদ্দুর দে " । এই ম্যাগাজিনে করোনা সচেতনতার নানা দিক তুলে ধরা হয়েছে গান , যাত্রা , চিকিৎসকদের মুল্যবান পরামর্শের মাধ্যমে। ৪৯ মিনিটের এই ম্যাগাজিনটি দেখা যাবে ইউ টিউবে। এই ম্যাগাজিনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাউল সম্রাট পুর্ণ দাস , রয়েছেন বাংলা রক গায়ক রুপম ইসলাম। যাত্রা পরিবেশনা করেছে পাইক পাড়া আখর। নিচের লিঙ্কে ক্লিক করুন আগামীকাল মানে ৫ অগাস্ট , ঠিক সকাল আটটায়।
https://www.youtube.com/watch?v=qys9bdTKMyA
https://www.facebook.com/KolkataSukritiFoundation
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন