বদলে খেল খেলার দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্ন পুরষ্কারের নাম
সজল দাশগুপ্ত , ৬ অগাস্টঃ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম বদল করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নতুন নাম হবে হকির জাদুকর ধ্যানচাঁদ এর নামে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হবে নতুন নাম। ভারত টোকিও অলিম্পিকে প্রথম পদক পাওয়ার পরের দিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খেল রত্ন পুরস্কার এর নাম বদল করা হবে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী জানান প্রচুর নাগরিক অনুরোধ করেছেন ধ্যানচাঁদ এর নামে নামকরণ করা হোক। তাই নাগরিকদের অনুরোধ কে সম্মান জানাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম বদল করা হচ্ছে। প্রথমবার ১৯৯১ _৯২ সালে প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ কে। এরপর দুই হাজার কুড়ি সালে এই পুরস্কার পান সচিন তেন্দুলকার। দীর্ঘ ত্রিশ বছর বাদে বদল হতে চলেছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম।
ছবি সৌজন্যঃ সংবাদ মাধ্যম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন