ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে চার যুবকের মৃত্যু , চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৩ আগস্টঃ জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কনাগছ গ্রামের চার যুবক রাহুল সিংহ, সৌরভ সিংহ, প্রশান্ত সিংহ এবং রাহুল সিংহ প্রত্যেকেই চোপড়া এলাকা মোটর গ্যারেজের কর্মী। রবিবার রাখী বন্ধন উৎসবের কারণে বোনের কাছে রাখী পড়তে চারজনই বাড়িতে এসেছিল। রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটবে কেউ স্বপ্নেও ভাবে নি। সন্ধ্যার পর এলাকার চার বন্ধু বাড়ি কাছে রেল লাইনের ধারে গিয়েছিল। কেউ বলছে মোবাইলে পাবজি খেলছিল, আবার কেউ বলছে মোবাইলে গান শুনছিল। এই মোবাইলই তাদের জীবনকে শেষ করে দেবে এটা ভাবে নি রাহুল, প্রশান্ত, সৌরভরা। আচমকা পর পর দুটি ট্রাকে দুটি আপ,ডাউন ট্রেন। আপ ট্রেনকে কোনভাবে রক্ষা পেলেও এন জে পি র দিক থেকে আসা আগরতলা দেওঘর ডাউন ট্রেনে পিষে নিয়ে গেল চার যুবককে। তিন মাইলের কাছে ট্রেনের চালক বিষয়টি বুঝতে পারে। ট্রেনটি দাঁড় করিয়ে ট্রেনের চালক রেল দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানায়। ইতিমধ্যে গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে। মৃতের আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্তানের ছিন্নভিন্ন দেহ দেখতে পান। দেহ শনাক্ত করার পর মৃতের আত্মীয়রা দেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। একই পরিবারে দুই যুবকের মৃত্যু, প্রতিবেশী আরো দুইজন। একই সঙ্গে চারজনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন