আজ মনোনয়ন জমা দিলেন মমতা - জমা দেবার সেই মুহূর্ত বেহালার দিন প্রতিদিনে

 ভবানিপুর বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন মমতা 



বিশেষ প্রতিনিধি , কলকাতা , ১০ সেপ্টেম্বরঃ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানিপুর বিধান সভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই এর সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস ছাড়াও আছে বাম  প্রার্থী ও বিজেপি প্রার্থী। আজ তবে আসল লড়াই হবে তৃণমূল বনাম বিজেপি। আজ বিজেপি তাঁদের প্রার্থী ঘোষণা করেছে। বিশিষ্ট আইনজীবী , প্রিয়াঙ্কা টিবরেয়াল। এবার দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার দেই মুহূর্ত । 



মন্তব্যসমূহ